মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

৬ হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

| প্রকাশিতঃ ১২ নভেম্বর ২০১৭ | ৬:০৬ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরী থেকে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার দিবাগ রাত ১২টার দিকে বাকলিয়া থানাধীন বিএড কলেজের পাশে ছফেয়া নুর ভবনের গেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফের ইসলামাবাদের মো. কাছিমের ছেলে মো. জুবাইর (২৪) ও টেকনাফের বড় হাবিবাপাড়ার মো. ছিদ্দিকের ছেলে মো. ইমরান (৩১)।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আকরামুল হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে যে, দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে কম দামে ইয়াবা কিনে চট্টগ্রাম শহরে বেশি দামে বিক্রি করে আসছিল তারা। তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা করা হয়েছে।