মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

শিশু ধর্ষণের দায়ে ভন্ড কবিরাজের যাবজ্জীবন কারাদন্ড

| প্রকাশিতঃ ১২ নভেম্বর ২০১৭ | ৬:৩৭ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে আট বছর আগে চিকিৎসার নামে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে ফুল মিয়া (৪৮) নামে এক ভন্ড কবিরাজকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে।

রোববার চট্টগ্রামের দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোতাহির আলী এই রায় দিয়েছেন।

দন্ডিত কথিত কবিরাজ বৈদ্য ফুল মিয়া কুমিল্লার মুরাদনগরের মৃত দুধ মিয়ার ছেলে। নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন চন্দ্রনগর এলাকায় তিনি আস্তানা বানিয়ে বসবাস করতেন। উচ্চ আদালত থেকে জামিনে মুক্তির পর তিনি পলাতক আছেন।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবি এম এ নাসের বলেন, ২০০৮ সালের জানুয়ারিতে এক শিশুকে নিয়ে তার পরিবার ফুল মিয়ার শরণাপন্ন হয়। তাবিজ-কবজের মাধ্যমে চিকিৎসার জন্য শিশুটিকে ধর্ষণ করতে হবে এমন প্রস্তাব দিয়ে ফুল মিয়া ওই শিশুটিকে ধর্ষণ করে।

একই বছরের ২২ জানুয়ারি ফুল মিয়ার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করেন শিশুটির বাবা। এই মামলায় ২০০৯ সালের ২২ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। ৮ জনের সাক্ষ্য শেষে বিচারক রায় ঘোষণা করেন।