মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ঋণের কিস্তি পরিশোধ করতে শিশু অপহরণ

| প্রকাশিতঃ ১২ নভেম্বর ২০১৭ | ৭:২৯ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে শিশু অপহরণের পর মাত্র ১০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টার ঘটনায় পুলিশ ওই শিশুর ফুপাকে গ্রেফতার করেছে। রোববার দুপুরে নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকা থেকে রফিকুলকে গ্রেফতারের পর তিন বছর বয়সী অপহৃত শিশুকেও উদ্ধার করা হয়।

গ্রেফতার রফিকুল চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী গ্রামের নুরুল আলমের ছেলে। অন্যদিকে উদ্ধার করা শিশু জুবায়েদ নগরের হালিশহর ছোট পুল এলাকার গুলবাগ ওয়ালটন গলির বাসিন্দা মো. নাছিরের ছেলে। নাছির ওই এলাকায় একটি কমিউনিটি সেন্টারে বয়ের কাজ করেন।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার পলাশ কান্তি নাথ বলেন, গ্রেফতার রফিকুল নাছিরের বাসায় থেকে রিকশা চালান। শনিবার দুপুরে নিখোঁজ হয়ে যায় জুবায়েদ। সন্ধ্যা ৭টার দিকে তার বাবাকে ফোন করে ১০ হাজার টাকা দাবি করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে গোয়েন্দা পুলিশ ও হালিশহর থানা পুলিশ যৌথ অভিযানে নামে।

তিনি বলেন, চন্দনাইশ উপজেলা ও নগরীর চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে বহদ্দারহাট এলাকা থেকে রফিকুলকে গ্রেফতার করা হয়। তার তথ্যমতে শিশু জুবায়েদকে পাঁচলাইশ থানার বদি আলম গলিতে তার খালার বাসা থেকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে রফিকুল জানিয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে মুক্তিপণ আদায়ের জন্য তিনি শিশুটিকে অপহরণ করেছিলেন।