চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে আনুমানিক ২৫ বছর বয়সের অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় উদ্ধার করা হয় বলে জানান কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসান ইমাম।
তিনি একুশে পত্রিকাকে বলেন, ‘কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে ইছানগর কর্ণফুলী ঘাট এলাকায় লাশ ভাসতে দেখা গেলে মাঝিমাল্লারা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের ওই যুবকের লাশটি নদীর স্রোতে ভেসে এসেছে বলে ধারণা করছি।’
‘লাশ বিকৃত হয়ে যাওয়ায় এবং পরনে কাপড় চোপড় না থাকায় পরিচয় জানা সম্ভব হয়নি।’
উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসান ইমাম।