
ঢাকা : পার্বত্য তিন জেলায় অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে হাইকোর্টের কঠোর নির্দেশ। বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আজ রোববার (৫ জানুয়ারি) এ আদেশ দেন।
আদালত সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের এক সপ্তাহের মধ্যে অবৈধ ইটভাটা বন্ধে ব্যবস্থা গ্রহণ এবং দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, ২০২২ সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে জনস্বার্থে একটি রিট করা হয়েছিল।
রিটের শুনানি শেষে আদালত বিবাদীদের প্রতি রুল জারি করে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছিলেন।
কিন্তু বিবাদীরা এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করায় এবং আদালতে কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কোনো প্রতিবেদন দাখিল না করায় আজ আদালতে আরেকটি আবেদন করা হয়।
আবেদনের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ আদালতে জানান, অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত ইট উৎপাদন মৌসুম। এই সময়ে সারাদেশে অবৈধ ইটভাটাগুলো তাদের কার্যক্রম শুরু করে। অবৈধ ইটভাটা পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
এই পরিস্থিতিতে আদালত পার্বত্য তিন জেলার জেলা প্রশাসকদের অবৈধ ইটভাটা বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।