চট্টগ্রাম: সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের জন্মদিন উদযাপন হয়েছে চট্টগ্রামে।
চট্টগ্রাম বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্কুল ‘প্রদীপ’-এ সোমবারের এই আয়োজন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কাজী ফারিয়া মুনতাহা মহী।
‘প্রদীপ’ নামের ওই স্কুলটির পরিচালক ইবাদ, সুভদ্রা, অরিয়ন, দ্বীপ, সৈকত দত্ত প্রমুখ এবং চুয়েট ছাত্রলীগের কর্মী দেওয়ান নুসরাত অমি, হাবিব, সিফাত প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কেক কাটা ও শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেত্রী নুসরাত জাহান, কানিজ ফাতেমা প্রমুখ।