
পটিয়া (চট্টগ্রাম) : আগামী ১৯ জানুয়ারি পটিয়ার ছনহরা আলমদার পাড়া গ্রামে হযরত মোখলেছুর রহমান শাহ (র.) আল মাইজভান্ডারি এর বেলায়ত বার্ষিকী ওরশ শরীফ অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে শনিবার (১১ জানুয়ারি) রাতে স্থানীয় মাঠে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মো. ছৈয়দুল হক চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক ইঞ্জিনিয়ার খন্দকার আনিস আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছনহরা ইউনিয়ন বিএনপি নেতা বেলাল চৌধুরী, এবং প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল আলম আলমদার। অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বিএনপি নেতা রিজুওয়ানুল হক আলমদার রিজু ও মো. ওসমান আলমদার।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাদশাহ মিয়া, লেদু মুন্সী, আবুল হোসেন, নুর আহমদ, আইয়ুব আলী আলমদার, মো. লিটন, শহীদ আলমদার, মঈন আলমদার, আইয়ুব আহমদ খন্দকার, ফজল খন্দকার, আরমান শিকদার, রফিকুল ইসলাম, শহীদ তালুকদার, এবং মো. মুছা আলমদার। মাষ্টার মো. আবদুল গনি মাইজভান্ডারিও এই সভায় বক্তব্য রাখেন।
ওরশ শরীফের কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, খতমে গাউছিয়া, তাওয়াল্লাদে গাউছে মাইজভান্ডারি, মিলাদ মাহফিল, জিকির ও কাওয়ালি এবং বাদে ফজর আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ।
ওরশ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার মো. আবদুল গনি মাইজভান্ডারি সকল ভক্ত ও আশেকানদের ওরশে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।