রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

বিশ্ববিদ্যালয় ছাত্র খুনের ঘটনায় যুবক গ্রেফতার

| প্রকাশিতঃ ২৪ জুন ২০১৬ | ৭:৫৪ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে বেসরকারী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ হত্যা মামলায় জড়িত সন্দেহে মোঃ আসিফ ওরফে কসাই লেদু (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে নগরীর ২ নম্বর গেট আল ফালাহ গলি থেকে তাকে গ্রেফতার করা হয়।

চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বলেন, ভিডিও ফুটেজে দেখা গেছে এক যুবক খুনের জন্য ছুরি বের করে দিয়েছে। সেই যুবকের সঙ্গে গ্রেফতার আসিফের চেহারার মিল রয়েছে। মামলা দায়েরের সময় তার পরিচয় শনাক্ত না হওয়ায় এজাহারে নাম উল্লেখ করা যায়নি।

প্রসঙ্গত গত ২৯ মার্চ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএ ২৩তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে বিরোধের জের ধরে নাসিম আহমেদকে খুন করা হয়। নিহত নাসিম আহমেদ বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র ও চট্টগ্রাম নগর ছাত্রলীগের সদস্য ছিলেন। তিনি চট্টগ্রামের মেয়র আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। এ ঘটনার পরদিন নাসিমের বাবা আবু তাহের ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১৫-২০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।