রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চবিতে শিক্ষার্থীর সাথে অশালীন আচরণের অভিযোগে শিক্ষককে অব্যাহতি

| প্রকাশিতঃ ১৬ নভেম্বর ২০১৭ | ৬:৩৩ অপরাহ্ন

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রেক্ষিতে ওই শিক্ষককে সাময়িক অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া অভিযোগ তদন্তে বৃহস্পতিবার গঠন করা হয়েছে কমিটি।

অভিযুক্ত ড. এ.টি.এম. রফিকুল হক ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত। অন্যদিকে তদন্ত কমিটিতে ইনস্টিটিউটের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন, অধ্যাপক ড. মোজাফর আহমদ ও অধ্যাপক ড. আল আমিনকে সদস্য করা হয়েছে।

জানা যায়, গত ২৭ অক্টোবর ইন্সটিটিউট এর উদ্যোগে ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীদের নিয়ে একটি শিক্ষা ট্যুরের আয়োজন করা হয়। ট্যুরে টেকনাফে অবস্থানকালীন কয়েকজন ছাত্রীর সাথে ঐ শিক্ষক অশালীন আচরণ করেন। তিন দিন আগে উক্ত শিক্ষকের বিরুদ্ধে ইন্সটিটিউটের শিক্ষার্থীরা পরিচালকের কাছে লিখিত অভিযোগ জানায়। এই অভিযোগ পত্রে রফিকুল হকের ক্লাস করতে অস্বীকৃতি জানায় সকল শিক্ষার্থী।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক এ.টি.এম. রফিকুল হক বলেন, বিষয়টা নিয়ে ইতোমধ্যেই একাডেমিক কমিটিতে আলোচনা হয়েছে। কমিটি যা সিদ্ধান্ত নেয় তা আমি মেনে নেব। আর যেহেতু শিক্ষার্থীরা আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে তাই আমি সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সাথে কোন একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।

ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর ড. মোঃ দানেশ মিয়া বলেন, আমরা তিন সদস্যের একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করেছি। তাদেরকে যত দ্রুত সম্ভব রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তার পরিপ্রেক্ষিতেই সিদ্ধান্ত নেয়া হবে ।