চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় এক নারীকে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিতে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, জাহাঙ্গীর আলম ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে নগরীর ডবলমুরিং থানায় নারী নির্যাতনের অভিযোগে আগে থেকে একটি মামলা রয়েছে।
পাহাড়তলী থানার ওসি রনজিত কুমার বড়–য়া জানান, শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা থেকে বাসযোগে মধ্যবয়সী এক নারী চট্টগ্রামের অলংকার মোড়ে আসেন। এ সময় হোটেল পার্ক ইন নামে একটি হোটেলের টয়লেট ব্যবহার করতে যান তিনি। হোটেল ম্যানেজার ও ওই নারীর খালাতো ভাই তকে টয়লেটে যাওয়ার জন্য ওই হোটেলে ১০১ নম্বর কক্ষের চাবি দেন। এরপর বৃষ্টি হওয়ায় তিনি ম্যানেজারকে একটি রিকশা ডেকে দিতে বলেন। ম্যানেজার একটি রিকশা ডেকে আনেন। এ সময় ওই নারীর কাছে যান জাহাঙ্গীর আলম। তিনি ম্যানেজারকে গালাগালি করে হোটেলের একটি কক্ষে বন্দি করে রাখেন। এরপর ওই নারীকে আরেকটি কক্ষে জোর করে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
ওসি বলেন, এই ঘটনার পরপরই ওই নারী থানায় এসে অভিযোগ করলে অভিযান চালিয়ে মোহাম্মদ জাহাঙ্গীরতে গ্রেফতার করা হয়।