চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে পোশাক শ্রমিকবাহী একটি বাসের সঙ্গে মাইক্রোবাস ও রাইডারের ত্রিমুখী সংঘর্ষে চার বিদেশিসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বন্দর থানার কাস্টমস ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, কর্ণফুলী ইপিজেডের ‘হংকং ডেনিম প্রাইভেট লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের শ্রমিক বহনকারী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি রাইডার ও মাইক্রোবাসের সংঘর্ষ ঘটে। বাসটি বেপরোয়া গতিতে থাকায় বিপরীতমুখী রাইডারের সঙ্গে সংঘর্ষের পর পাশে থাকা বিদেশি নাগরিক বহনকারী একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। মাইক্রোবাস ও রাইডারটি রাস্তার দ্ইু পাশে পড়ে যাওয়ার পার বাসটিও রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগায়। এতে মাইক্রোবাসে থাকা চার গার্মেন্ট বায়ার বিদেশি নাগরিকসহ তিনটি পরিবহনের যাত্রীরা আহত হন। ওই বিদেশী নাগরিকরা চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানায় যাচ্ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহত ২৫জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে তাদের অবস্থা গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে ছেড়ে দেন চিকিৎসকরা।