রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

সাতকানিয়ায় বিএনপির আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩১ জানুয়ারী ২০২৫ | ৫:৪৪ অপরাহ্ন


চট্টগ্রামের সাতকানিয়ায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে সাতকানিয়া পৌরসভা বিএনপি ও এর সহযোগী সংগঠনের আয়োজনে আশেকরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সাতকানিয়া পৌরসভা বিএনপি নেতা আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য লোকমান হাকিম মানিক। প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রদল নেতা আব্দুর রহিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি মো. শফি, চট্টগ্রাম মহানগর যুবদলের সহসভাপতি মো. মুছা, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, সহসাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, সাতকানিয়া পৌরসভা কৃষক দলের আহ্বায়ক মিজান চৌধুরী, সাতকানিয়া পৌরসভা কৃষক দলের সদস্য সচিব ছৈয়দ হোসেন, সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা এস এম ফরিদ, উত্তর সাতকানিয়া যুবদলের সভাপতি ইফতেখার চৌধুরী সহ আরও অনেকে।

আলোচনা সভা শেষে উপস্থিত দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।