বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

লোহাগাড়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩১ জানুয়ারী ২০২৫ | ৭:০৮ অপরাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে লোহাগাড়া সদরের ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হাছান বলেন, খেলাধুলাই যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পারে। মাদকমুক্ত দেশ ও সমাজকে অবক্ষয় থেকে বাঁচাতে খেলার কোনো বিকল্প নেই। খেলাধুলা যেমন শরীরকে সুস্থ রাখে, তেমনি খেলোয়াড়দের মধ্যে শৃঙ্খলাবোধও গড়ে তোলে।

তিনি আরও বলেন, খেলাধুলা একজন খেলোয়াড়কে শৃঙ্খলা রক্ষায় অভ্যস্ত করে তোলে। ভালো খেলোয়াড় তৈরি হলে তারা দেশের সুনাম বয়ে আনবে। তাই লেখাপড়ার পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে।

লোহাগাড়া উপজেলা এলডিপির সভাপতি লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, গণতান্ত্রিক যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা এলডিপির সিনিয়র সহ-সভাপতি কবির আহমদ চৌধুরী, উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, লোহাগাড়া সদর এলডিপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক নুরুল আলম, উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি শাহজাদা মিয়া এবং গণতান্ত্রিক ছাত্র দলের সমন্বয়ক মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ।

উদ্বোধনী খেলায় বড়হাতিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ট্রাইব্রেকারে চরম্বা ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে। আয়োজক কমিটি জানায়, উপজেলার ৯টি ইউনিয়ন থেকে মোট ৮টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। আগামী ২২ ফেব্রুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।