রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চট্টগ্রামে বনফুলকে ফের জরিমানা

| প্রকাশিতঃ ২৪ জুন ২০১৬ | ৮:০০ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: চট্টগ্রামের মিষ্টি ও বেকারি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বনফুলকে আবারও জরিমানা করা হয়েছে।নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর উপাদান দিয়ে সেমাই ও বিস্কুট তৈরির অপরাধে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ১৫ লাখ টাকা জরিমানা করে।

শুক্রবার দুপুরে পটিয়া উপজেলার হুলাইন এলাকায় বনফুলের সেমাই ও বিস্কুট তৈরির কারখানায় এই অভিযান চালানো হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম বলেন, কারখানাটিতে নোংরা পরিবেশে ময়দা মাড়াই ও পোড়া তেলে ভেজে সেমাই তৈরি এবং বিস্কুট তৈরিতে ক্ষতিকর অ্যামোনিয়া ব্যবহার করা হতো। অভিযানে ২৫ কেজির ৮৩ বস্তা অ্যামোনিয়া জব্দ করে ধ্বংস করা হয় জানিয়ে ম্যাজিস্ট্রেট সরোয়ার বলেন, এক মাসের মধ্যে কারখানার পরিবেশ ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ৫ জানুয়ারি নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় বনফুলের কারখানায় অভিযান চালিয়ে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।