
বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) দীর্ঘ যাত্রা আজ শেষ হচ্ছে। ৩০ ডিসেম্বর মিরপুরে শুরু হওয়া এই টুর্নামেন্ট সিলেট ও চট্টগ্রাম ঘুরে আবার ঢাকায় এসে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামতে চলেছে। আজকের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংস।
চিটাগাং কিংসের জন্য আজকের ফাইনালটি বিশেষ তাৎপর্যপূর্ণ। বিপিএলের প্রথম দুই আসরে খেললেও, দ্বিতীয় আসরে ফাইনালে উঠেছিল তারা। এরপর দীর্ঘ ১১ বছরের অপেক্ষা। অবশেষে, তারা আবার ফাইনালে জায়গা করে নিয়েছে, তাও এক রোমাঞ্চকর ম্যাচ জিতে।
তবে, তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল কিন্তু হেসেখেলে ফাইনালে উঠেছে। এবারের বিপিএলে সবচেয়ে বেশি ম্যাচ জেতা দল বরিশাল। লিগ পর্বে ৯ ম্যাচ জেতার পর প্রথম কোয়ালিফায়ারেও জিতেছে তারা। অন্যদিকে, চিটাগাং কিংস লিগ পর্বে ৮ ম্যাচ জিতেছে। প্রথম কোয়ালিফায়ারে হারলেও, দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে ফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে তারা।
আজকের ম্যাচটি তাই চিটাগাং কিংসের জন্য প্রথম শিরোপা জয়ের মিশন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে এই মহারণ।
পুরো টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক পারফরম্যান্স করা বরিশাল টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের জন্য ফেভারিট হিসেবেই মাঠে নামছে। অন্যদিকে, ২০১৩ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে হেরে যাওয়া চিটাগাং কিংসের সামনে প্রথমবারের মতো বিপিএল শিরোপা জয়ের হাতছানি।
এবারের আসরে তিনবার মুখোমুখি হয়েছে বরিশাল ও চিটাগাং। প্রথম লেগের ম্যাচে বরিশাল ৬ উইকেটে জয় পেলেও, দ্বিতীয় লেগে চিটাগাং ২৪ রানে জিতে যায়। প্রথম কোয়ালিফায়ারে অবশ্য বরিশাল ৯ উইকেটের বড় জয় পায়। দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে চিটাগাং।
চিটাগাং কিংসের ব্যাটিং লাইনআপে খাজা নাফি, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মিঠুন, গ্রাহাম ক্লার্করা ধারাবাহিক না থাকলেও শামীম হোসেন কিছুটা ধারাবাহিকতা দেখিয়েছেন। পাকিস্তানের হায়দার আলিও হতে পারেন বরিশালের জন্য চিন্তার কারণ। বোলিং বিভাগে পেসার খালেদ আহমেদ দুর্দান্ত ফর্মে আছেন। এছাড়া শরীফুল ইসলাম এবং বেনুরা ফার্নান্ডোর পেসের সাথে আলিস আল ইসলাম ও আরাফাত সানির স্পিনও চিটাগাংয়ের ভরসা।
শক্তিমত্তার বিচারে বরিশাল এগিয়ে থাকলেও, মাঠের লড়াইয়ে শেষ হাসি কে হাসবে সেটাই দেখার অপেক্ষা।