রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

রোয়ানূতে ক্ষতিগ্রস্থদের সহায়তা দিল ‘প্রিয় চট্টগ্রাম’

| প্রকাশিতঃ ২৪ জুন ২০১৬ | ৮:৩২ অপরাহ্ন

Screenshot_25চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীর রোয়ানু দুর্গত প্রেমাশিয়া ও রায়ছটা গ্রামে শুক্রবার এতিম শিশুদের মাঝে ঈদবস্ত্র ও নগদ অর্থ সহায়তা দিয়েছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় চট্টগ্রাম’। পাশাপাশি দুঃস্থ-অসহায়দের মাঝে ছোলা, সেমাই, খেজুর, চিড়াসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘প্রিয় চট্টগ্রাম’ এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ মেহেবুব আলী’র সভাপতিত্বে ও ফয়সাল মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রেমাশিয়া রেজভিয়া সিদ্দিকিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রহমান রেজভী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রায়ছটা ইয়াদে মুস্তফা (দঃ) মাদ্রাসা কমপ্লেক্স এর পরিচালক হাফেজ মাওলানা নুরুল আলম, রায়ছটা মসজিদে বায়তুন নূর এর খতিব মাওলানা আনোয়ারুল কবির আলক্বাদেরী প্রমুখ।

সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রিয় চট্টগ্রাম এর সহ-সভাপতি শামসুজ্জোহা আজাদ পলাশ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আহসানুল ইসলাম আরাফাত, এসকান্দর নবী প্রমুখ।

সভাপতির বক্তব্যে মেহেবুব আলী বলেন “সমাজের সুবিধাবঞ্চিত অসহায় শিশুদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সীমিত সামর্থ্যের মধ্যেই আমরা এই পিতৃ-মাতৃহীন শিশুদের ঈদ আনন্দের অংশীদার হতে ছুটে এসেছি।”

প্রিয় চট্টগ্রামের এ সকল মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি সংগঠনের সকল উপদেষ্টা ও শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগীতার জন্য ধন্যবাদ জানান।