চট্টগ্রাম : আন্তর্জাতিক মানের দক্ষ গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্যে ঢাকার পূর্বাচলে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের একটি আধুনিক পেট এনিম্যাল হাসপাতাল ও রিসার্চ সেন্টারের যাত্রা শুরু হতে যাচ্ছে। প্রায় ৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এ হাসপাতালের ব্যবহারিক কার্যক্রম আগামী মার্চের মধ্যে শুরু হবে।
আজ শনিবার সকাল ৯টায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত ৩য় জাতীয় ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ইন্টার্ন গবেষণা সম্মেলন ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ এ কথা বলেন।
দিনব্যাপি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর মো. এ হালিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপাচার্য ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার কোঅর্ডিনেটর প্রফেসর ড. নীতীশ চন্দ্র দেবনাথ, যুক্তরাষ্ট্রের টাফ্টস ইউনির্ভাসিটির ভেটেরিনারি স্কুলের ডিন প্রফেসর ড. মো. শওকত আনোয়ার ও চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. ইমরান বিন ইউনুস। স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. আহসানুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বহিরাঙ্গন কার্যক্রম পরিচালক প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দীন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রেয়াজুল হক।
উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ বলেন, দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ গবেষণা ও শিক্ষা বিনিময়ের মাধ্যমে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়কে দক্ষিণ-পূর্ব এশিয়ার শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা হবে। ইতোমধ্যে এ বিশ্ববিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী বিদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশীপ গ্রহণের সুযোগ পাচ্ছে। যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভারতে এ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন, ফুড সায়েন্স এবং ফিশারিজ অনুষদের শিক্ষার্থীরা ইন্টার্ন প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে যোগ্যতর হিসেবে গড়ে তোলার সুযোগ পাচ্ছে। ভবিষ্যতে এ ধরনের সুযোগ আরও বৃদ্ধি করা হবে।