রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

খাগড়াছড়িতে বিএনপির জনসমাবেশ: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দ্রুত নির্বাচনের দাবি

খাগড়াছড়ি প্রতিনিধি | প্রকাশিতঃ ২৫ ফেব্রুয়ারী ২০২৫ | ৯:৩৪ অপরাহ্ন


নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে খাগড়াছড়িতে বিশাল জনসমাবেশ করেছে জেলা বিএনপি। এছাড়াও বক্তারা রাষ্ট্রের “পতিত ফ্যাসিবাদের” নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলার দাবী জানান।

মঙ্গলবার বিকেল ৪টায় শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্বর মুক্তমঞ্চে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মনিরুল হক চৌধুরী।

মনিরুল হক চৌধুরী তার বক্তব্যে বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর “অন্যায়ভাবে” কারাদণ্ড আরোপ এবং তারেক রহমানকে “বিনা দোষে” দেশান্তরে বাধ্য করাসহ দেশজুড়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, জেল-জুলুম ও নির্যাতনের অভিযোগ তোলেন। তিনি বলেন, এত কিছুর পরও বিএনপি মাথা নত করেনি।

সমাবেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হয়।

জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, উপদেষ্টা জাকিয়া জিনাত বিথীসহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে জেলার নয়টি উপজেলা থেকে আসা হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।