শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

রপ্তানি বৃদ্ধিতে ইতিবাচক ধারা: ফেব্রুয়ারিতে বাড়ল ২.৭৭ শতাংশ

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৫ মার্চ ২০২৫ | ১২:৩২ অপরাহ্ন

চট্টগ্রাম বন্দর
দেশের পণ্য রপ্তানি ইতিবাচক ধারায় অব্যাহত রয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে ৩৯৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের একই মাসের তুলনায় ২.৭৭ শতাংশ বেশি। গত বছরের ফেব্রুয়ারিতে রপ্তানির অর্থমূল্য ছিল ৩৮৬ কোটি ৬১ লাখ ৩০ হাজার ডলার।

ইপিবির পরিসংখ্যান বলছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) মোট ৩ হাজার ২৯৪ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২ হাজার ৯৮০ কোটি ডলার। অর্থাৎ, এই আট মাসে রপ্তানি বেড়েছে ১০.৫৩ শতাংশ।

ফেব্রুয়ারিতে তৈরি পোশাক, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য, হিমায়িত খাদ্য এবং চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বৃদ্ধি পেয়েছে। তবে, হোম টেক্সটাইল, প্রকৌশল পণ্য এবং পাট ও পাটজাত পণ্যের রপ্তানি কমেছে।

চলতি অর্থবছরের প্রথম আট মাসে তৈরি পোশাক খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এই সময়ে ২ হাজার ৬৮০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০.৬৪ শতাংশ বেশি। ফেব্রুয়ারিতে ৩২৪ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা গত বছরের ফেব্রুয়ারির তুলনায় ১.৬৬ শতাংশ বেশি।

ইপিবির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কৃষিজাত পণ্যে ১০.২৫ শতাংশ, প্লাস্টিক পণ্যে ২২.২৫ শতাংশ, চামড়াজাত পণ্যে ৮.৪৮ শতাংশ এবং পোশাক খাতে ১০.৬৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বছরের ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর শ্রমিক অসন্তোষ, গ্যাস সংকট এবং গ্যাসের দাম বাড়ানোর সরকারি পদক্ষেপসহ নানা চ্যালেঞ্জ সত্ত্বেও টানা ছয় মাস ধরে পণ্য রপ্তানি বৃদ্ধি পাচ্ছে।