
মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম নগরের বাকলিয়ায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বৃহস্পতিবার (৬ মার্চ) ১৭ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড এবি পার্টির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান। তিনি বলেন, “এবি পার্টি বাংলাদেশকে দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায়। আর দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশ হবে সাম্য ও ইনসাফের ভিত্তিতে সমৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ।”
ছিদ্দিকুর রহমান আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুন পর্যায়ে প্রবেশ করেছে। ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগের ল্যাসপেন্সারদের বাংলাদেশ নিয়ে কোনও চক্রান্ত সফল হতে দেওয়া হবে না।”
এ সময় এবি পার্টির বাকলিয়া থানার সহ-সমন্বয়ক মোহাম্মদ আজগর, চট্টগ্রাম মহানগর নেতা নূর আনোয়ার, নারী নেত্রী নূর নাহার, রবিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।