রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চীন সফর শেষে দেশে ফিরলেন ড. মঈন খানের নেতৃত্বে প্রতিনিধিদল

নরসিংদী প্রতিনিধি | প্রকাশিতঃ ৬ মার্চ ২০২৫ | ৯:১২ অপরাহ্ন


চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সেদেশে সফররত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের নেতৃত্বাধীন প্রতিনিধিদল দেশে ফিরেছেন। প্রতিনিধিদলে বিএনপিসহ সাতটি রাজনৈতিক দলের নেতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ছিলেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টায় চীনের কুনমিং শহর থেকে রওনা হয়ে দুপুরে তারা বাংলাদেশে পৌঁছান। গত ২৪ ফেব্রুয়ারি প্রতিনিধিদলটি চীন সফরে গিয়েছিল।

দেশে ফেরার পর ড. আব্দুল মঈন খানকে পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।