
অর্থ পাচার রোধে এবং পাচার হওয়া অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। এরই অংশ হিসেবে শীঘ্রই একটি বিশেষ আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, আগামী সপ্তাহের মধ্যেই এই আইনটি আলোর মুখ দেখবে।
সোমবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রেস সচিব এসব তথ্য জানান।
শফিকুল আলম বলেন, “পাচার হওয়া অর্থ উদ্ধারের বিষয়টি অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রয়েছে। প্রফেসর ইউনূসও বরাবরই বলে আসছেন, এই অর্থ বাংলাদেশের মানুষের। তাই পাচার হওয়া অর্থ কীভাবে ফিরিয়ে আনা যায়, সে বিষয়টিই ছিল অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য।”
তিনি আরও জানান, অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়া জোরদার করতে গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে ১১ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়।
প্রেস সচিব বলেন, “পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার অগ্রগতি নিয়ে আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্বয়ং প্রধান উপদেষ্টা এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এই নতুন আইনের মাধ্যমে অর্থ পাচার রোধ এবং পাচার হওয়া অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া আরও কার্যকরী হবে বলে আশা করা হচ্ছে।