
রাউজানে সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ সকল প্রকার অরাজকতা রোধে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে উপজেলা বিএনপি বদ্ধপরিকর। ৫ আগস্টের পর থেকে ফ্যাসিবাদের প্রেতাত্মারা এসব অপকর্মে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করা হয়।
মঙ্গলবার (১১ মার্চ) পবিত্র রমজান উপলক্ষে উপজেলার ব্রাহ্মণহাট চত্বরে বাগোয়ান ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যবস্থাপনায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
বাগোয়ান ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইউসুফ তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার, রাউজান উপজেলা বিএনপির সদস্য হাফেজ মো. হাসেম, বিএনপি নেতা হাকিম চৌধুরী, রাউজান উপজেলা যুবদলের সদস্য সচিব ইসতিয়াক চৌধুরী অভি, রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিটন মহাজন ও সাবেক ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নেজাম উদ্দিন।
রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর তাজুল ইসলাম, যুবদল নেতা জানে আলম, সেলিম উদ্দিন, জানে আলম সিকদার, চট্টগ্রাম দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মফিজ উদ্দিন ইমন, সাবেক ইউপি সদস্য হানিফ মেম্বার, উত্তর জেলা ছাত্রদলের দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছোটন আজম, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুর শুক্কুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুর সবুর, আবুল কাশেম রানা, আব্দুর শুক্কুর, নেজাম উদ্দীন প্রমুখ।
বক্তারা অতিদ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। সেই সাথে দেশে নারী উত্যক্তকারী ও ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। এছাড়া রাউজানে সন্ত্রাসীদের গ্রেপ্তারের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় রাউজান থানাকে ধন্যবাদ জানানো হয়।
সভায় বিএনপি নেতা মো. এনামুল্লাহ, মোহাম্মদ রফিক, এম ইয়াকুব আলী, আবু জাফর, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শুক্কুর, যুবদল নেতা কামাল, শহিদুল ইসলাম টিটু, সাইদুল ইসলাম, ছাত্রনেতা মোহাম্মদ রুবেল, মো. জামশেদ, মোহাম্মদ পারভেজ, আব্দুল্লাহ মানিকসহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার সভাপতি কাজী মাওলানা আবুল বশর দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করেন। পরে ৭ শতাধিক রোজাদার ইফতারে অংশ নেন।