রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ভেজাল ঘি কারখানার সন্ধান

| প্রকাশিতঃ ২৫ জুন ২০১৬ | ৮:২৮ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকার চা বোর্ড কার্যালয়ের পাশে একটি ভেজাল ঘি তৈরীর কারখানার সন্ধান পেয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এই কারখানায় বিভিন্ন কোম্পানীর নামে ভেজাল ঘি উৎপাদন করা হতো।

শনিবার দুপুরে অভিযান দলের উপস্থিতি টের পেয়ে ওই কারখানার মালিক ও শ্রমিকরা পালিয়ে যায়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চা বোর্ডের পাশে একটি ভেজাল ঘি তৈরীর কারখানা অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মালিক ও শ্রমিকরা ওই কারখানায় তালা লাগিয়ে পালিয়ে যায়। কারখানাটিতে বিভিন্ন কোম্পানির মোড়ক লাগানো ঘি তৈরি করা হতো। তালা ভেঙে প্রবেশ করে ওই কারখানার ভেতর বিভিন্ন কৌটায় রাখা ভেজাল ঘি পাওয়া গেছে। কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। ভেজাল ঘি’র কৌটাগুলো জব্দ করে নষ্ট করে ফেলা হবে।