রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

শুলকবহরে জামায়াতের ইফতার মাহফিল: রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৬ মার্চ ২০২৫ | ৯:০৬ অপরাহ্ন


রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে জামায়াতে ইসলামীর পাঁচলাইশ থানার ৮নং শুলকবহর ওলামা ওয়ার্ড। রবিবার (১৬ মার্চ) আরকান সোসাইটিস্থ জান মোহাম্মদ চাকলাদার মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং শুলকবহর ওলামা ওয়ার্ডের সভাপতি এবং শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা শামছুল ইসলাম হাকেমী। পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, “রমজান মাস শুধু উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য লাভের মাস।”

প্রধান আলোচক সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সেলিম জাহাঙ্গীর বলেন, “রমজানের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। এই মাসে কোরআন নাজিল হয়েছে, তাই আমাদের উচিত বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং এর শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করা।”

বিশেষ আলোচক জামায়াতের পাঁচলাইশ থানা সেক্রেটারি মাওলানা মফিজুল হক বলেন, “রমজান মাস আমাদেরকে ধৈর্য ও সহানুভূতির শিক্ষা দেয়। আমাদের উচিত দরিদ্র ও অসহায়দের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তাদের পাশে দাঁড়ানো।”

৮নং ওয়ার্ড জামায়াতের আমীর তাওহীদ আজাদ বলেন, “জামায়াতে ইসলামী সবসময় জনগণের কল্যাণে কাজ করে। রমজানের এই পবিত্র মাসে আমরা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ।”

৮নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শহিদুল্লাহ তালুকদার বলেন, “এই ইফতার মাহফিল আয়োজনের মূল উদ্দেশ্য হল সমাজের সকল স্তরের মানুষকে একত্রিত করে রমজানের তাৎপর্য সম্পর্কে জানানো।”

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া কাঞ্চনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা মোজাফফর আহমেদ। তিনি বলেন, “এই ধরনের ইফতার মাহফিল আয়োজন সমাজের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে সাহায্য করে।”

অনুষ্ঠান সঞ্চালনা করেন জান মোহাম্মদ চাকলাদার মসজিদের ইমাম ও খতিব মাওলানা আশরাফুল আলম।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।