বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

সূর্যগিরি আশ্রমের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদসামগ্রী বিতরণ

একুশে ডেস্ক | প্রকাশিতঃ ২৮ মার্চ ২০২৫ | ১০:১৫ অপরাহ্ন


পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে এবং সূর্যগিরি আশ্রমের সার্বিক ব্যবস্থাপনায় এলাকার ১০০টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও এই মানবিক সহায়তা কার্যক্রম মাইজভাণ্ডার দরবার শরীফের গাউসিয়া হক মঞ্জিলে অনুষ্ঠিত হয়।

সম্প্রতি আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সূর্যগিরি আশ্রম শাখার সভাপতি টিটু চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় পর্ষদের সদস্য শাহেদ আলী চৌধুরী, আশরাফুজ্জামান আশরাফ, মোহাম্মদ মাহবুবুল আলম, ফটিকছড়ি ‘ক’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মাস্টার কবির আহম্মদ, মাস্টার মনির উদ্দিন খোরশেদ, মোহাম্মদ আলাউদ্দিন এবং সূর্যগিরি আশ্রমের উপদেষ্টা পণ্ডিত তরুণ কুমার আচার্য্য উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন রাহবারে আলম মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)-এর মানবতার কল্যাণে আহ্বানে সাড়া দিয়ে সূর্যগিরি আশ্রম প্রতি বছর এই ধরনের মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা আরও বলেন, এই কার্যক্রমের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনা সকলের মাঝে ছড়িয়ে দেওয়া এবং মওলা হুজুরের মানবতাবাদী মিশন বিশ্ববাসীর কাছে প্রচার করার ক্ষেত্রে সূর্যগিরি আশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন শাখার সাধারণ সম্পাদক ধীমান দাশ। এই উদ্যোগের মাধ্যমে দুঃস্থ পরিবারগুলোকে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ করে দেওয়া হয়।