শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

মির্জাপুর উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মীর হেলাল

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৮ মার্চ ২০২৫ | ১০:২৭ অপরাহ্ন

mir helal
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বিএনপি মিডিয়া সেলের সদস্য এবং দলের চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

গত ২৭ মার্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম-এর বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গালীর স্বাক্ষর করা এক চিঠির মাধ্যমে এই মনোনয়ন চূড়ান্ত করা হয়। মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত ঐ চিঠিতে ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত কমিটিতে পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান। এছাড়া, জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসার মনোনীত অভিভাবক প্রতিনিধি হিসেবে শেখ আহমদ এবং জেলা শিক্ষা অফিসার মনোনীত শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. নুরুল ইসলাম কুতুবীকে কমিটির সদস্য করা হয়েছে।

উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের পুত্র।