
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বোয়ালখালী উপজেলার নিখোঁজ বিএনপি নেতা ও আহলা করলডেঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বাচারের পরিবারকে ঈদ উপহার প্রদান করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।
শনিবার (২৯ মার্চ) বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ নিজে উপস্থিত থেকে বাচারের পরিবারের সদস্যদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন। দলীয় সূত্রে জানা গেছে, এই উদ্যোগটি ‘বিএনপি পরিবারের পক্ষ থেকে’ নেওয়া হয়েছে।
উপহার প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য জাফর আহমদ, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. শওকত আলম ও মো. জাকির হোসেন, পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল্লাহ চৌধুরী, সহ-সভাপতি জসিম উদ্দিন মেম্বার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সুজন, সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন সিকদার ও মো. ইয়াছিন, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম শাহিন।
এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক এম এন করিম, মো. খালেদ, পৌরসভা বিএনপির সাবেক সহ-সভাপতি কামাল উদ্দিন ও মো. রফিক, যুবদল নেতা মো. লোকমান, পৌর যুবদলের আহ্বায়ক মো. লোকমান, ইকরামুল হক জিকু, হাসান মেম্বার, শ্রমিকদলের সভাপতি আকরাম হোসেন দুলাল, সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, পৌরসভা শ্রমিকদলের সভাপতি কপিল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মিজান, এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মী মোহাম্মদ ইরফান, মো. শরীফ, মো. সেলিম, রিটন মেম্বার, সাজ্জাদ হোসেন, সোহেল মিয়াজি, জামশেদ জিসান, ইরফান, ও বোরহান উদ্দিন।
এই উদ্যোগকে নিখোঁজ নেতার পরিবারের প্রতি দলের সহমর্মিতা ও সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।