রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

সাতকানিয়ার খাগরিয়ায় উৎসবমুখর পরিবেশে জামায়াতের ঈদ পুনর্মিলনী

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১ এপ্রিল ২০২৫ | ১১:২৬ অপরাহ্ন


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আজ মঙ্গলবার সকালে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দলের ইউনিয়ন সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মাসুমের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের সমাগম ঘটে।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা জাফর সাদেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও চক্ষু চিকিৎসক ডা. শাহাদাৎ হোসেন।

এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য ডা. আব্দুল জলিল, সাংগু সাংগঠনিক থানা আমীর মাস্টার সিরাজুল ইসলাম, চন্দনাইশ থানা আমীর মাওলানা কুতুব উদ্দীন এবং সাংগু সাংগঠনিক থানা সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস হোসাইন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক লুৎফর রহমান বাবুল, আব্দুল মালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা সভাপতি ফোরকান আজাদ, দোহাজারী পৌরসভা আমীর জমির আদনান, ছাত্রশিবির দোহাজারী থানা শাখার সভাপতি আজম খান, প্রিন্সিপ্যাল মাওলানা আবুল বাশার, ঢাকা মতিঝিল থানা শাখার সাহিত্য সম্পাদক জাহেদুল ইসলাম, পাথরঘাটা ওয়ার্ড সেক্রেটারি আরিফুল ইসলাম, স্থানীয় জামায়াত নেতা বায়তুল মাল সেক্রেটারি মো. মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ সভাপতি যোবায়ের আলম, নাজিম উদ্দিন, আনিছ উদ্দীন মারুফ, এস. এম আকরাম আলী সহ স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব নবীউল করিম, জামাল উদ্দীন শিপু, জাকির হোসাইন, মো. মোজাম্মেল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।