বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মনজিলে ওরশ শরীফের আনুষ্ঠানিকতা শুরু

একুশে ডেস্ক | প্রকাশিতঃ ৪ এপ্রিল ২০২৫ | ৮:২৬ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়িস্থ মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মনজিলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গাউসুল আজম বিল বিরাসাত হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (কঃ), যিনি ‘বাবা ভাণ্ডারী’ নামে সমধিক পরিচিত, তাঁর পবিত্র বার্ষিক ওরশ শরীফের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। মূল ওরশ ২২ চৈত্র অনুষ্ঠিত হবে।

আজ, ২১ চৈত্র (৪ঠা এপ্রিল), শুক্রবার বিকেল ৩টায় আওলাদে গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ), রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)-র নেতৃত্বে ওরশ শরীফের কার্যক্রম আরম্ভ হয়। শুরুতে গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ), গাউসুল আজম বিল বিরাসাত হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (কঃ), অছিয়ে গাউসুল আজম হযরত সৈয়দ দেলাওয়ার হোসাইন মাইজভাণ্ডারী (কঃ) এবং শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-র পবিত্র মাজার শরীফে আতর, গোলাপজল এবং পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

মাজার জিয়ারত শেষে হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ) মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মনজিলের কেন্দ্রীয় মিলাদ, কিয়াম ও মোনাজাতে অংশ নেন। মোনাজাতে তিনি ২২শে চৈত্রের ওরশ শরীফের তাৎপর্য তুলে ধরে বলেন, “মহান ২২ চৈত্র … গাউসুল আজম বিল বিরাসাত, কুতুবুল আকতাব শাহসূফি সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (কঃ) কেবলা কাবা’র মহান ওরশ মোবারক।” তিনি ত্বরিকা ও দরবারের ঐতিহ্য অনুসারে এই মহান ব্যক্তিত্বদের দরবারে হাজির হতে পারায় এবং পবিত্র রওজা শরীফের খেদমত করার তৌফিক পাওয়ায় মহান আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করেন।

মোনাজাতে তিনি ওরশে অংশগ্রহণকারী সকলের গুনাহ মাফ, হাজিরা কবুল এবং দূর-দূরান্ত থেকে আগত আশেক, ভক্ত, জায়েইরীনদের নিরাপদে দরবারে পৌঁছানোর তৌফিক কামনা করেন। ওরশ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচী ও ব্যবস্থাপনার কবুলিয়াত এবং এই পবিত্র দিনের বরকতে সকলের উপর আল্লাহর রহমত, রিজিকের বরকত, শারীরিক সুস্থতা, পারিবারিক শান্তি ও মর্যাদাপূর্ণ জীবন কামনা করে আল্লাহর দরবারে ফরিয়াদ জানান।

মোনাজাত শেষে হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ) ওরশ শরীফে আগত অগণিত আশেক, ভক্ত ও জায়েরীনদের সাথে সাক্ষাৎ করেন। মূল ওরশ আগামীকাল ২২ চৈত্র অনুষ্ঠিত হবে, যেখানে আরও বিপুল সংখ্যক ভক্ত সমাগমের আশা করা হচ্ছে।