শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

নতুন বছরে আন্তর্জাতিক রুটে বিমানের মূল্যছাড়

| প্রকাশিতঃ ২৫ নভেম্বর ২০১৭ | ৭:০০ অপরাহ্ন

ঢাকা : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নতুন বছরে বেশ কিছু আন্তর্জাতিক রুটে বিশেষ করে ট্যুরিস্টদের জন্য আকর্ষণীয় রুটে মূল্য ছাড় দিয়েছে। মূল্যছাড়ে রয়েছে ৮ হাজার ৬৮৫ টাকায় ঢাকা-কলকাত-ঢাকা, ১৪ হাজার ৩৬ টাকায় ঢাকা-কাঠমান্ডু-ঢাকা, ১৬ হাজার ৪২ টাকায় ঢাকা-ব্যাংকক-ঢাকা এবং ১৮ হাজার ১১৬ টাকায় ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা পথে ভ্রমণের সুযোগ।

আন্তর্জাতিক রুটের পাশাপাশি দেশের ভিতরে বিমান পর্যটকদের আকৃষ্ট করতে ৬ হাজার ৪৫৮ টাকায় ঢাকা-কক্সবাজার-ঢাকা পথে ভ্রমণের সুযোগ ঘোষণা করেছে।

বিমানের মহাব্যবস্থাপক (পিআর) শাকিল মিরাজ বাসস’কে বলেন, মধ্যবিত্তদের বিমানে পর্যটন বা ব্যবসায়িক ভ্রমণের সুযোগ করে দিতে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স বাংলাদেশ বিমান এই ছাড় দিচ্ছে।

তবে এজন্য মূল্যছাড়ে টিকিট সংগ্রহ করতে হবে ৭ ডিসেম্বরের মধ্যে এবং আগামী বছর ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে ভ্রহণ করতে হবে বলে তিনি জানান।