চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
শনিবার দিনগত রাত ১টার দিকে এ অভিযান চালানো হয়।
কোস্টগার্ড পূর্ব জোনের লে.কমান্ডার ওমর ফারুক জানান, শনিবার গভীর রাতে গোপন সংবাদের আনোয়ারা উপজেলার গহিরা ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালানো হয়। ওই এলাকার বাসিন্দা নুর হোসেনের একটি পরিত্যাক্ত বাড়িতে থেকে এ সময় দুই বস্তা ইয়াবা পাওয়া যায়। পরবর্তীতে গণনা করে তাতে দুই লাখ ইয়াবা রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।