রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালকে ছয় লাখ টাকা জরিামানা

| প্রকাশিতঃ ২৬ জুন ২০১৬ | ৮:৫৪ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ন্যাশনাল হাসপাতালকে ছয় লাখ টাকা জরিামানা করেছে ভ্রাম্যমান আদালত। আইসিইউ’র অস্থাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে এ হাসপাতালকে জরিমানা করে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক এএসপি মোঃ জালাল জানান, রোববার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর মেহেদীবাগ এলাকার বেসরকারী ন্যাশনাল হাসপাতালে অভিযান পরিচালনা করে র‌্যাব-৭ এর একটি দল। এ সময় হাসপাতালের আইসিইউতে অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ওই হাসপাতালকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।