শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ভারতের গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশী আটক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিতঃ ২৬ এপ্রিল ২০২৫ | ৭:১৩ অপরাহ্ন


ভারতের গুজরাটে অনুপ্রবেশের অভিযোগে ১ হাজার ২৪ জন বাংলাদেশীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) আহমেদাবাদ ও সুরাটে দিবাগত রাত ৩টায় শুরু হওয়া অভিযানে এ ধরপাকড় করা হয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

আহমেদাবাদ থেকে ৮৯০ জন ও সুরাট থেকে ১৩৪ জনকে আটক করা হয় বলে গুজরাটের পুলিশ জানিয়েছে। চান্দোলা লেক এলাকা থেকে বেশিরভাগকে আটক করা হয়েছে।

গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি শনিবার সাংবাদিকদের জানান, আহমেদাবাদ ও গুজরাটে চিরুনি অভিযানের পর নারী ও শিশুসহ এক হাজারেরও বেশি অবৈধ বাংলাদেশী অভিবাসীকে আটক করা হয়েছে এবং তাদের ফেরত পাঠানোর চেষ্টা চলছে।