রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

ইবনাত ট্রেডার্সের এমডি হোসাইনকে এক মাসের কারাদন্ড

| প্রকাশিতঃ ২৭ জুন ২০১৬ | ৬:৫৪ অপরাহ্ন

চট্টগ্রাম: চিনির সঙ্গে তেল কিনতে বাধ্য করায় চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে মীর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইবনাত ট্রেডার্সকে ২২ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ইবনাত ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও মীর গ্রুপের পরিচালক মীর মোহাম্মদ হোসাইনকে জরিমানার পাশাপাশি এক মাসের কারাদন্ডও দেওয়া হয়েছে। সোমবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান।

জেলা প্রশাসন সূত্র জানায়, মীর গ্রুপের আরেক পরিচালক ও ইবনাত ট্রেডার্সের কর্মকর্তা জানে আলমকে ২০ লাখ টাকা এবং অন্য দুই কর্মচারী কাঞ্চন মজুমদার ও আবুল কাশেমকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। কর্মচারীদের পক্ষে জরিমানার ওই টাকা মালিকপক্ষকেই দিতে হবে বলে রায় দেয় ভ্রাম্যমাণ আদালত। জরিমানা আদায়ের পর তাদের তিনজনকে ছেড়ে দেওয়া হয়। একই অপরাধে ইবনাত ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক ও মীর গ্রুপের পরিচালক মীর মোহাম্মদ হোসাইনকে এক মাস কারাদন্ডের পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা দেওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বলেন, শীর্ষস্থানীয় চিনি বিক্রেতা মীর গ্রুপ সম্প্রতি বাজারে ইবনাত ব্র্যান্ডের সরিষার তেল বাজারে আনে। প্রতিষ্ঠানটির চিনির সঙ্গে তেলও কিনতে হবে বলে খুচরা ব্যবসায়ীদের শর্ত জুড়ে দেয়। গত সাত দিনে প্রায় ৫৬ হাজার লিটার সরিষার তেল কিনতে বাধ্য করে তারা। নন ব্র্যান্ডের ওই তেল বিক্রি করতে না পারায় চিনির দাম বাড়িয়ে রাখতো বিক্রেতারা। এতে চট্টগ্রামের চিনির বাজার অস্থিতিশীল হয়ে পড়ে।