রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

দুই দশক পর ভোটের মাধ্যমে নেতা পেল খাগড়াছড়ি কলেজ ছাত্রদল

সভাপতি মাসুদ রানা, সম্পাদক সাজ্জাদুল ইসলাম
খাগড়াছড়ি প্রতিনিধি | প্রকাশিতঃ ২৮ এপ্রিল ২০২৫ | ১১:২৫ অপরাহ্ন


দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব পেয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল খাগড়াছড়ি সরকারি কলেজ শাখা। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতি পদে মো. মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক পদে মো. সাজ্জাদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় কলেজ মাঠে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিলের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে কলেজ অডিটোরিয়ামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

কলেজ ছাত্রদলের মোট ৩১৬ জন কাউন্সিলরের মধ্যে ২৮৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে একজন ছাত্রীসহ চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে সভাপতি পদে মো. মাসুদ রানা ১১১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন জিকু পেয়েছেন ১০৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. সাজ্জাদুল ইসলাম ৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জসিম উদ্দিন পেয়েছেন ৮৫ ভোট। সাধারণ সম্পাদক পদের অন্য প্রার্থীদের মধ্যে সাদিয়া আফরিন মোহনা ৫৭ এবং মো. আরিফ হোসেন ৫১ ভোট পান।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তানভীর আহমেদ তানু। এছাড়া খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল ইসলাম সুমনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ছাত্রদলের নেতারা জানান, দীর্ঘদিন পর সরাসরি ভোটের মাধ্যমে কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

কাউন্সিলে কেন্দ্রীয় নেতারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচনের মাধ্যমে সারাদেশে সংগঠনকে শক্তিশালী করা হচ্ছে। তারা বর্তমান সরকারের সমালোচনা করে দেশের মানুষের ‘ভোটের অধিকার’ প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন।