রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিচার শুরু

| প্রকাশিতঃ ২৭ জুন ২০১৬ | ৫:৫৫ অপরাহ্ন

চট্টগ্রাম: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল চলাকালে চট্টগ্রামের সীতাকুন্ডে গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপির যুগ্ন মহাসচিব আসলাম চৌধুরীর বিচার শুরু করার অনুমতি দিয়েছেন আদালত। সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এ আদেশ দেন।

চট্টগাম মহানগর পিপি মোঃ ফখরুদ্দিন চৌধুরী জানান, ২০১৩ সালের ১৬ নভেম্বর হরতাল চলাকালে সীতাকুন্ডের বার আউলিয়া মাজারের সামনে গাড়ি ভাঙচুর, দাঙ্গা ও ত্রাস সৃষ্টির অভিযোগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ মামলায় ৪২ জনকে আসামি করে ২০১৪ সালের ১২ এপ্রিল মামলার অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযোগ আমলে নিয়ে চার্জগঠন করে আসলাম চৌধুরীসহ অন্য আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আগামী ১৯ সেপ্টেম্বর মামলার প্রথম সাক্ষ্যগ্রহণ করা হবে।