শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

জামিন পেলেন নুসরাত ফারিয়া

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২০ মে ২০২৫ | ১:৪১ অপরাহ্ন


বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় কারাগারে পাঠানোর এক দিনের মাথায় জামিন পেলেন অভিনেত্রী নায়িকা নুসরাত ফারিয়া। আজ মঙ্গলবার (২০ মে) সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান তার জামিনের আদেশ দেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন।

থাইল্যান্ডে যাওয়ার সময় রোববার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতারের পর রাতে নুসরাত ফারিয়াকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রাখা হয়। পরে গতকাল সকাল ৯টার দিকে তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানায় নেয়া হয়। ঘণ্টা খানেক বাদে তাকে এজলাসে নেয়া হয়। এ সময় তার মাথায় ছিল পুলিশের হেলমেট। পরেছিলেন বুলেটপ্রুফ জ্যাকেট। নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে কড়া পাহারায় নুসরাত ফারিয়া সিঁড়ি দিয়ে দোতলায় ওঠেন। আদালতে নুসরাত ফারিয়াকে বিমর্ষ দেখা গেছে। কাঠগড়ায় ৩০ মিনিট রেলিং ধরে দাঁড়িয়ে ছিলেন, আদালতে কোনো বক্তব্য দেননি।

এদিন আদালতে ভাটারা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জাকির হোসেন জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নায়িকা নুরসাত ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই বিল্লাল ভূঁইয়া। এ বিষয়ে শুনানি শেষে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এ সময় নুসরাতের পক্ষে তার আইনজীবী ফারহান মোহাম্মদ আরাভ ও মোর্শেদ আলম শাহিন জামিন চেয়ে শুনানি করেন।

শুনানিতে তারা দাবি করেন, নুসরাত ৯ জুলাই বাংলাদেশ থেকে কানাডা যান। দেশে ফেরেন ১৪ অগাস্ট। তিনি আন্দোলনের পক্ষে ছিলেন। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। তবে রাষ্ট্রপক্ষে পিপি ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। ঘটনার সময় নুসরাত ফারিয়া দেশের বাইরে ছিলেন কিনা, আন্দোলনের পক্ষে পোস্ট করেছেন কিনা এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলেন বিচারক। প্রতিবেদন পাওয়ার পর জামিনের বিষয়ে ২২ মে ফের শুনানি হবে।

এর আগে এনামুল হক নামে এক ব্যক্তি গত মার্চে নায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা, নায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীসহ ২৮৩ জনের নামে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে ভাটারা থানা গত ২৯ এপ্রিল তা এজাহার হিসেবে লিপিবদ্ধ করে। মামলার বিবরণ অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় গুলি চালানো হলে তা এনামুলের পায়ে লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা নেন।