শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ঈদের ছুটিতেও খোলা থাকছে কাস্টমস, আমদানি-রপ্তানি সচল রাখার উদ্যোগ

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২১ মে ২০২৫ | ১১:৪৪ পূর্বাহ্ন


আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নির্বিঘ্ন রাখতে সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও (ঈদের দিন ব্যতীত) সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ৫ থেকে ১৪ জুন পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে।

পোশাক রপ্তানিতে সময়ের গুরুত্ব উল্লেখ করে এবং কোনো ধরনের বিলম্বে অর্থনৈতিক ক্ষতি ও বৈদেশিক মুদ্রা আয় ব্যাহত হওয়ার আশঙ্কায় গত ১৪ মে এনবিআরের কাছে একটি চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বিজিএমইএ’র প্রশাসক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত ওই চিঠির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এনবিআর জানিয়েছে, দেশের রপ্তানি খাতকে সচল রাখা এবং তৈরি পোশাক শিল্পকে আন্তর্জাতিক সময়সীমা পূরণে সহায়তা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের প্রধান কাস্টমস অফিসগুলো খোলা রাখার জন্য এই সরকারি নির্দেশনা জারি করা হয়েছে।

বিজিএমইএ তাদের চিঠিতে উল্লেখ করে, বর্তমানে দেশের পোশাক শিল্প যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, শ্রম অস্থিরতা, কাঁচামালের উচ্চমূল্য, ব্যাংক ঋণে উচ্চ সুদের হার, চলমান জ্বালানি সংকট ও পরিবহন ব্যয় বৃদ্ধিসহ একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এসব প্রতিকূলতার মধ্যেও রপ্তানিকারকরা আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে নিরবচ্ছিন্নভাবে রপ্তানি আদেশ পাচ্ছেন। এই ধারা অব্যাহত রাখতে বন্দর, কাস্টমস, ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ধারাবাহিক সহযোগিতা প্রয়োজন।

চিঠিতে আরও সতর্ক করা হয়, চলমান রপ্তানি আদেশ সময়মতো পাঠাতে ব্যর্থ হলে তা বাতিলের ঝুঁকি তৈরি হবে, যা রপ্তানিকারক তথা দেশের অর্থনীতির জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। এসব বিষয় বিবেচনা করেই এনবিআর এই বিশেষ ব্যবস্থা নিয়েছে।