
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান ইসরায়েলি আগ্রাসনে একদিনে কমপক্ষে আরও ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৩৬ জন। এর ফলে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৪ হাজার ৪১৮ জনে পৌঁছেছে বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। রোববার (১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার দেওয়া এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে ৩৭টি মরদেহ এবং ১৩৬ জন আহত ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় আহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ১৯০ জনে। বিবৃতিতে আরও বলা হয়েছে, “বহু মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বা রাস্তায় পড়ে রয়েছে, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি কারণ উদ্ধারকারী দলগুলো সেখানে পৌঁছাতে পারছে না।”
চলতি বছরের জানুয়ারিতে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি হলেও, গত ১৮ মার্চ ইসরায়েল পুনরায় গাজায় ব্যাপক হামলা শুরু করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ১৮ মার্চ থেকে শুরু হওয়া এই নতুন ধাপের ইসরায়েলি বিমান ও স্থল হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ১৪৯ ফিলিস্তিনি নিহত এবং আরও ১২ হাজার ১৪৯ জন আহত হয়েছেন।
জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলি আক্রমণের কারণে গাজার প্রায় ৯০ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং এই ভূখণ্ডের অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
এর আগে গত বছরের নভেম্বরে (নভেম্বর ২০২৪) আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল বলে আনাদোলু জানিয়েছে। এছাড়াও, অবরুদ্ধ এই ভূখণ্ডে ব্যাপক আগ্রাসনের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে।