বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

কোভিডের নতুন ধরন ছড়াচ্ছে, চট্টগ্রামে শনাক্ত ৩, সরকারি ল্যাবে কিট সংকট

মাস্ক পরাসহ সতর্কতার পরামর্শ, প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১০ জুন ২০২৫ | ৫:৩৯ অপরাহ্ন


ঢাকার পর এবার চট্টগ্রামেও নতুন করে করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে পুনরায় মাস্ক পরা এবং ভিড় এড়িয়ে চলার মতো স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ জুন) চট্টগ্রামের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে সর্বশেষ রোগীটির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর আগে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে আরও দুজন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন। চলতি বছর (২০২৫) চট্টগ্রামে এটিই প্রথম করোনা রোগী শনাক্তের ঘটনা। এর আগে শেষ কবে করোনা রোগী শনাক্ত হয়েছিল, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেনি সিভিল সার্জন কার্যালয়।

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, “করোনা মোকাবিলায় আমরা নতুন করে প্রস্তুতি নিচ্ছি। আইসোলেশন হাসপাতাল নির্ধারণ করাসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

তবে, চট্টগ্রামে কোভিড শনাক্ত করার জন্য প্রয়োজনীয় কিটের সংকট রয়েছে বলে জানা গেছে। বর্তমানে সরকারি আরটি-পিসিআর ল্যাবে কোনো কিট নেই, কেবল বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে শনাক্তকরণ কিট রয়েছে। এ বিষয়ে সিভিল সার্জন বলেন, “আশা করছি, কয়েক দিনের মধ্যেই কিট এসে যাবে। অন্যান্য যন্ত্রপাতি প্রস্তুত রাখা এবং হাসপাতালগুলোর প্রস্তুতি এগিয়ে নেওয়ার কাজও চলছে।”

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশে কোভিড-১৯ এর একটি নতুন ধরন ছড়াচ্ছে। ভারতের ‘এনবি ১.৮.১’ নামের নতুন এই ধরনটি দেশেও ছড়িয়ে পড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ২৩ মে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, এনবি ১.৮.১ ধরনটির সংক্রমণের হার তুলনামূলকভাবে বেশি এবং এটি দ্রুত ছড়ায়, যা নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।