রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

যুক্তরাজ্যে সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১২ জুন ২০২৫ | ৯:৫৬ পূর্বাহ্ন

সাইফুজ্জামান চৌধুরী
যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দের আদেশ পেয়েছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশে চলমান তদন্তের অংশ হিসেবে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে আল-জাজিরার অনুসন্ধানী শাখাকে (আই-ইউনিট) দেওয়া এক বিবৃতিতে যুক্তরাজ্যের গুরুতর ও সংঘবদ্ধ অপরাধ দমন সংস্থা এনসিএ এ তথ্য নিশ্চিত করেছে।

সম্পত্তি জব্দের এই আদেশের ফলে সাইফুজ্জামান চৌধুরী কার্যত তার মালিকানাধীন যুক্তরাজ্যের সম্পত্তিগুলো আর বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না।

এর আগে গত বছর আল-জাজিরার “দ্য মিনিস্টার’স মিলিয়নস” শীর্ষক এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছিল, মন্ত্রী থাকাকালে সাইফুজ্জামান যুক্তরাজ্যে ৩৫০টির বেশি বাড়ির মালিক হয়েছেন। এনসিএ ঠিক কতগুলো সম্পদ জব্দ করেছে তা এখনো স্পষ্ট না করলেও, লন্ডনের সেন্ট জনস উডে অবস্থিত সাইফুজ্জামানের বিলাসবহুল বাড়িটি এই তালিকার অন্তর্ভুক্ত বলে জানা গেছে।

আল-জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী বিদেশে প্রায় ৫০ কোটি ডলারের আবাসন সাম্রাজ্য গড়ে তুলেছেন, যার তথ্য তিনি বাংলাদেশের ট্যাক্স রিটার্নে উল্লেখ করেননি।

এনসিএ’র এই পদক্ষেপ এমন এক সময়ে এলো, যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস লন্ডন সফর করছেন। এর আগে গত ২৩ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার প্রায় ৯ কোটি পাউন্ড মূল্যের সম্পদ জব্দের আদেশ পাওয়ার কথা জানিয়েছিল সংস্থাটি।

বাংলাদেশের আইন অনুযায়ী একজন নাগরিকের বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার বিদেশে নেওয়ার সুযোগ রয়েছে। বিদেশে বিপুল সম্পদ অর্জনের বিষয়ে আল-জাজিরাকে দেওয়া পূর্ববর্তী এক বিবৃতিতে সাইফুজ্জামান চৌধুরী দাবি করেছিলেন, তার সম্পত্তি কেনার জন্য ব্যবহৃত তহবিল বাংলাদেশের বাইরের বৈধ ব্যবসা থেকে এসেছে এবং তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার শিকার।