বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

ইরানে হামলার জেরে প্রতিবেশী দেশগুলোতেও উদ্বেগ

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৩ জুন ২০২৫ | ২:২০ অপরাহ্ন


ইরানে ইসরায়েলি হামলার পর তেহরান তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে, যার প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ ইরাকেও। উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন বিমান সংস্থা ইরাকের আকাশপথ এড়িয়ে চলতে শুরু করেছে এবং তেহরান ও বাগদাদগামী অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে।

ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো আগে থেকেই হুঁশিয়ারি দিয়ে আসছিল যে, ইরানে হামলা হলে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

ইরাকের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সম্ভাব্য এই পাল্টা হামলা ঠেকাতে সরকার ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, কারণ ইরাক নতুন কোনো যুদ্ধে জড়াতে চায় না।

পর্যবেক্ষকরা বলছেন, ইরান-ইরাক যুদ্ধের পর ইরানের মাটিতে এটিই সবচেয়ে বড় এবং সরাসরি সামরিক অভিযান।

এই হামলার কারণে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সম্পর্কেও বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। মাত্র দুইদিন পর, আগামী রোববার ওমানের মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে ষষ্ঠ দফার আলোচনা শুরু হওয়ার কথা ছিল, যা এখন কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে।