
তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলি হামলার জবাবে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে অন্তত তিনজন নিহত এবং ৬৩ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইরানের ‘অপারেশন ট্রু প্রমিজ ৩’ নামের এই অভিযানে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয় বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, ইরানের হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলের ইংরেজি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে ৬৩ জন আহতের কথা বলা হয়েছে।
বিবিসি জানিয়েছে, তেল আবিব ও জেরুসালেমের বিভিন্ন জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) পৃথকভাবে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, উপকূলীয় সমতল এলাকায় অন্তত ২১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৬০ বছর বয়সী এক নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলেও তার শরীরে প্রাণের কোনো চিহ্ন ছিল না। এছাড়া ৪৫ বছর বয়সী এক পুরুষকে উদ্ধার করে পরে মৃত ঘোষণা করা হয়।
তেল আবিবে রকেট হামলায় নারী নিহত
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, তেল আবিবের দক্ষিণে রিশোন লেজিয়োন এলাকায় একটি ভবনে রকেট হামলায় এক নারী নিহত এবং ৪০ জনের বেশি আহত হয়েছেন।
নিউইয়র্ক টাইমস ইসরায়েলি পুলিশের মুখপাত্রের বরাতে জানিয়েছে, ঘটনাস্থলেই ওই নারীকে মৃত ঘোষণা করা হয়।
জরুরি সেবা বিভাগের উপপরিচালক রামি মুশার বলেন, “পরিস্থিতি বেশ জটিল। ভবনগুলোর ভেতরে আরও কেউ হতাহত অবস্থায় আছে কি না, তা আমরা খুঁজে দেখছি।”
প্রতিরক্ষা ব্যবস্থা চালু
ইরানের হামলার পরপরই ইসরায়েলজুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলা হয়, “ইরানের ভূমি থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি শনাক্ত হওয়ার পরই বিভিন্ন অঞ্চলের সতর্কীকরণ ব্যবস্থা চালু করা হয়েছে।”
পোস্টে আরও বলা হয়, ইসরায়েলি বিমান বাহিনী হামলার উৎস শনাক্ত করে তা প্রতিরোধে অভিযান চালাচ্ছে।
তবে, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ‘শতভাগ দুর্ভেদ্য নয়’ উল্লেখ করে সাধারণ নাগরিকদের সব নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।