
সারা দেশে তাপপ্রবাহের মধ্যেই আষাঢ়ের শুরু থেকে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সোমবার থেকে তিন দিন দেশজুড়ে ‘ভারি থেকে অতি ভারি’ বর্ষণ হতে পারে জানিয়ে পাহাড়ধসের সতর্কতাও জারি করা হয়েছে।
শনিবার আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সোমবার সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের সব বিভাগে ভারি (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে।
এতে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজারের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর নিচু এলাকাগুলোতে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, রোববার থেকে বৃষ্টি শুরু হলেও পরদিন থেকে এর তীব্রতা বাড়বে।
তিনি বলেন, “২২ জুন পর্যন্ত সারা দেশে প্রতিদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।”