বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

বিস্ফোরক-ড্রোনসহ দুই ‘মোসাদ সদস্য’ ইরানে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিতঃ ১৬ জুন ২০২৫ | ২:০২ অপরাহ্ন

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের আরও দুই সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে ইরান। দেশটির পুলিশ জানিয়েছে, বিপুল পরিমাণ বিস্ফোরক ও ড্রোনের সরঞ্জামসহ তেহরান প্রদেশ থেকে তাদের আটক করা হয়।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়, দেশটির পুলিশের মুখপাত্র সাঈদ মোন্তাজের আল-মাহদি রোববার এ তথ্য জানান।

তিনি বলেন, তেহরান প্রদেশের রে কাউন্টির ফাশাফুয়েহ জেলা থেকে ওই দুই ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২০০ কেজির বেশি বিস্ফোরক, ২৩টি ড্রোনের সরঞ্জাম, লঞ্চার এবং অন্যান্য সামরিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।

ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এই গ্রেপ্তারের খবর এলো।

এর আগে রোববারই তেহরান সংলগ্ন আলবোরজ প্রদেশ থেকে আরও দুই ব্যক্তিকে মোসাদের সদস্য সন্দেহে গ্রেপ্তারের কথা জানিয়েছিল ইরান।

গত শুক্রবার ইসরায়েল ইরানের একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালায়, যাতে দেশটির শীর্ষ কয়েকজন সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন। এর জবাবে ইরানও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।