রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

সাইফুজ্জামানের সোয়া হাজার কোটি টাকার সম্পদ জব্দ হয়েছে: দুদক চেয়ারম্যান

‘টিউলিপ ব্রিটিশ নন, বাংলাদেশি নাগরিক’, বললেন দুদক চেয়ারম্যান
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৬ জুন ২০২৫ | ৩:১৯ অপরাহ্ন

সাইফুজ্জামান চৌধুরী
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রায় ১ হাজার ২৫ কোটি টাকার সম্পদ যুক্তরাজ্যে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ মোমেন।

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে রোববার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

দুদক চেয়ারম্যান বলেন, “পাচারের টাকা ফেরত আনা সহজ নয়, তবে আমরা যেগুলো প্রমাণ করতে পারব, তা ফেরত আনতে পারব বলে আশাবাদী।”

তিনি জানান, সাবেক ভূমিমন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট আদনান নামে এক ব্যক্তির পাচার করা সম্পদ উদ্ধারে যুক্তরাজ্যে কাগজপত্র পাঠানো হবে।

এক প্রশ্নের জবাবে টিউলিপ সিদ্দিক প্রসঙ্গে ড. মোমেন বলেন, “তিনি যতই বলুন ব্রিটিশ নাগরিক, আমাদের কাগজপত্রে তিনি বাংলাদেশি নাগরিক। আমরা আমাদের নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।”

তিনি আরও বলেন, “টিউলিপ যদি নির্দোষ হন, তাহলে তার মন্ত্রিত্ব গেল কেন? তিনি কেন সরে গেলেন?”