বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

ইরানের মধ্যাঞ্চলে ইসরায়েলি হামলায় ১০ আইআরজিসি সদস্য নিহত: তাসনিম

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিতঃ ২৩ জুন ২০২৫ | ২:২২ অপরাহ্ন


ইরানের মধ্যাঞ্চল ইয়াজদ প্রদেশে ইসরায়েলি বাহিনীর হামলায় ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমপক্ষে ১০ সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার এ হামলা চালায় আইডিএফ। সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ খবর প্রকাশ করেছে আল জাজিরা।

খবরে আরও বলা হয়েছে, হামলায় বহু আইআরজিসি কর্মী আহত হয়েছেন।

ইসরায়েল জানিয়েছে, ১৩ জুন আকস্মিক হামলা শুরু করার পর থেকে দুই ডজন ইরানি সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে তারা।