রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চুয়েটে কর্মচারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

| প্রকাশিতঃ ৫ ডিসেম্বর ২০১৭ | ৩:৩৮ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কর্মচারী সমিতির এক সাধারণ সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারীতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কর্মচারী সমিতির সভাপতি মোঃ জামাল উদ্দীন।

সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হোসেন রুবেল। বক্তব্য রাখেন আবদুল্লাহ আল হান্নান, আল ফাহাদ খান, আব্দুল জলিল, আলমগীর হোসেন ও আতাউর রহমান প্রমুখ। অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কোরআন তেলওয়াত করেন সমিতির অর্থ সম্পাদক মৌলানা মুহাম্মদ সাবের।

সভায় আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিটিতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ মইনুল ইসলাম এবং সহকারী রেজিস্ট্রার হিসেবে আছেন সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মোহাম্মদ ফজলুর রহমান ও চীফ টেকনিক্যাল অফিসার মোঃ হারুন।