শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

১২ হাজার ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের সুপারিশ, জানালেন আইন উপদেষ্টা

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৬ জুন ২০২৫ | ১১:০৮ অপরাহ্ন


মিথ্যা মামলা এবং এ সংক্রান্ত গ্রেপ্তার সমাজের সব স্তরে উদ্বেগ তৈরি করায় এটি থামাতে সরকার নতুন বিধান করতে যাচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকায় এক সেমিনারে তিনি বলেন, “নির্দোষ মানুষদের মামলায় জড়ানো হচ্ছে। এসব মামলা ও গ্রেপ্তার বন্ধ করতে কিছু বিধান করছি। আপাতত সেটা প্রকাশ করছি না। অন্তত এসব মামলা যেন কমে আসে, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইএসএস) ও জাতিসংঘের মাদক ও অপরাধসংক্রান্ত কার্যালয় (ইউএনওডিসি) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

আইন উপদেষ্টা জানান, বিগত সময়ের ‘মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ প্রায় ১২ হাজার মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে, যেগুলোতে প্রায় তিন লাখ মানুষকে আসামি করা হয়েছিল।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের বেশিরভাগই পুলিশ ও বিচার বিভাগকে ঘিরে। এ ক্ষেত্রে তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে— অভিযুক্তদের স্বচ্ছ বিচার নিশ্চিত করা, মামলার অচলাবস্থার কারণ চিহ্নিত করা এবং বিচার বিভাগের জবাবদিহি নিশ্চিত করা।

ফৌজদারি কার্যবিধি সংশোধনের জন্য চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয়েছে জানিয়ে আসিফ নজরুল বলেন, “আগামী রোববার বা উপদেষ্টা পরিষদের পরবর্তী সভায় এটা অনুমোদন হয়ে যাবে।”

তিনি আরও জানান, গুমবিষয়ক আন্তর্জাতিক কনভেনশনের সঙ্গে সংগতি রেখে একটি নতুন আইনের খসড়া তৈরির প্রক্রিয়া চলছে এবং প্রথমবারের মতো ছেলেশিশুদের যৌন নির্যাতনকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

সেমিনারে জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেন বলেন, “বিনা বিচারে আটক ব্যক্তিদের সংখ্যা কমানোর ক্ষেত্রে পুলিশ ও বিচার বিভাগকে পারস্পরিক দোষারোপ না করে একসঙ্গে কাজ করা উচিত।”